ক্ষমতা
- একলা পথিক - ক্ষমতা ও রাজত্ব ০৩-০৫-২০২৪

ক্ষমতার দুর্গন্ধ গণতন্ত্রের ন্যাংটা লাশে, প্রতিবাদীর রক্তাত্ব দেহ পানা পুকুরে ভাসে, কামদুনী কিংবা পার্কস্ট্রিট, ভোগে নীরুত্তাপে, ধর্ষিত শরীর আজও বেঁচে মাংসাসী নখের ছাপে, বিবেকবাদ ন্যায়ের খোঁজে মুখথুবড়ে পড়ে, অন্যায়ের বিরুদ্ধে অর্থশক্তি বুক চিতিয়ে লড়ে, বলতে গিয়ে বাকরুদ্ধ,চোখে আসে জল, এটাই বুঝি সমাজতান্ত্রিক ভালোবাসার ফল গ্লানি ভরা মনে আর ভক্তির সুর গাই না, সভ্যতার  বর্বর যুগে বিচার আমি চাই না বরং মন শান্তি পায়,নিভৃত ওই শব্দের মলমে, আমার বিচার তোলা থাক,মনভাঙা কবিতার কলমে,

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।